ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

প্রকাশিত: ২১:২৪, ৬ ডিসেম্বর ২০২১

সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। তিনি স্বস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে গত ২২ নবেম্বর এক সরকারী সফরে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সেক্রেটারিসহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এছাড়াও, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান General Charles Q. Brown Jr., ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর ভারপ্রাপ্ত পরিচালক Mr Jedidiah P. Royal, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপ-সহকারী সচিব General Broen ও Lindsey W. Ford এবং Department of State এর Political-Military Affairs/Regional Security of Arms Transfers এর প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাত ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান F-16, F-18 ও C-130 বিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং Jetwrx/strategic Global MRO maintenance and paint hangar সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন। -বিজ্ঞপ্তি
×