ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তালয় নাট্যাঙ্গন’ সম্মাননায় ভূষিত নার্গিস

প্রকাশিত: ০০:২৪, ৫ ডিসেম্বর ২০২১

‘মুক্তালয় নাট্যাঙ্গন’ সম্মাননায় ভূষিত নার্গিস

সংস্কৃতি ডেস্ক ॥ নার্গিস, চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। নার্গিসের এই চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে তার আপন বড় বোন আরেক জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাও ভীষণ খুশি হয়েছিলেন। কারণ আনোয়ারা বহুবার রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু নার্গিসের রাষ্ট্রীয় সম্মাননা পাওয়াই হচ্ছিল না। খুশি নার্গিসের পরিবার। নার্গিসকে নিয়ে নাম ভূমিকায় পান্থ প্রসাদ নির্মাণ করেছেন ‘সাবিত্রী’ নামের একটি সিনেমা। এটি সরকারী অনুদানের সিনেমা। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন কমল চন্দ্র দাস, কস্টিউম ডিজাইনার ছিলেন প্রীতি রোজারিও, আর্টিস্ট কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন জান্নাত মৌরী। এদিকে প্রথমবার রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় ‘মুক্তালয় নাট্যাঙ্গন’ তাদের দলের পঁচিশ পূর্তিতে নার্গিস’কে বিশেষ সম্মাননা ‘মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা ২০২১’-এ ভূষিত করেছে। যদিও গত ১ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নার্গিসের হাতে এই সম্মাননা তুলে দেবার কথা ছিল, কিন্তু সেদিন নার্গিস পারিবারিক একটি কাজে ব্যস্ত থাকায় তা গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে গেল ৩ ডিসেম্বর রাজধানীর দিলুরোডে মুক্তালয়’র অফিসে অভিনেতা, নাট্যকার, নাট্যপরিচালক ও মুক্তালয় নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আমিনুল হক আমীনের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। সাবিত্রী সিনেমায় অভিনয় এবং ‘মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা’ প্রাপ্তি প্রসঙ্গে নার্গিস বলেন, ‘মায়া’ সিনেমায় অভিনয়ের জন্য রাষ্ট্র আমাকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। ‘সাবিত্রী’ সিনেমায় আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। এটাও সরকারী অনুদানের সিনেমা। এই সিনেমায় আমি আমার নিজেকে উজার করে দিয়ে অভিনয় করেছি। পরিচালকসহ পুরো ইউনিট আমার অভিনয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আমি নিজেও কাজটি করে খুব উচ্ছ্বসিত। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। আর আমিন’কে ধন্যবাদ আমাকে মুক্তালয় নাট্যাঙ্গন থেকে এভাবে সম্মানিত করার জন্য। আমি অতি সাধারণ একজন মানুষ, সাধারণ একজন শিল্পী। তারপরও আমার কথা যে অনেকেই ভাবেন, আমীন ভেবেছে-এটাই আমার জন্য বিরাট সম্মানের। আমি সত্যিই এই সম্মাননা প্রাপ্তিতে আবেগাপ্লুত।’ নার্গিস ছোটবেলায় কমার্শিয়াল স্টেজ শো গুলোতে অভিনয় করতেন। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘কুয়াশার কান্না’। বাংলাদেশ টেলিভিশনের ‘আয়না’ সিরিজে তিনি অভিনয় করেছেন।
×