ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফুটবল মাছ

প্রকাশিত: ২৩:০৪, ২৮ নভেম্বর ২০২১

ফুটবল মাছ

সৌখিন চিত্রগ্রাহক জে বেইলার মনের আনন্দে সমুদ্র সৈকতে ঘুরছিলেন আর ছবি তুলছিলেন। ছবিগুলো তোলার পর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন তিনি। হঠাৎ একটি ছবিতে তার চোখ আটকে যায়। কারণ, এই ধরনের ছবি তার চোখে কখনও পড়েনি। সান দিয়াগোর কৃষ্ণ সাগরের তীর থেকে তোলা ছবিটি নিয়ে তিনি তৎক্ষণাৎ প্রাণিবিজ্ঞানের দারস্থ হন। তারা পরীক্ষার পর জানতে পারেনÑ ছবিটি অতিবিরল ফুটবল মাছের, যা হাজার হাজার বছরেও দেখা মেলে না। বিশ্বের বহু প্রজন্ম এই ধরনের প্রাণীর নামও জানে না। চিত্রগ্রাহক জে বেইলার বলেন, আমি জীবনে এই ধরনের অদ্ভুত প্রাণী দেখিনি। এটি আমাকে বিখ্যাত করেছে। প্রাণিবিজ্ঞানীদের মতে, আমাদের ধারণা ছিল, মাছের এই প্রজাতি হয়ত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবে ছবিটি দেখার পর মনে হচ্ছে, কৃষ্ণ সাগরের গভীরে হয়ত এ ধরনের আরও মাছ থাকতে পারে। তাদের ধারণা, পানির ঝাঁপটায় হয়ত মাছটি তীরে এসে আর নামতে পারেনি। তবে পরবর্তীতে তীরে গিয়ে মাছটির আর খোঁজ মেলেনি।-ইন্ডিয়া টাইমস অবলম্বনে
×