ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনলাইনে পড়ালেখার ফি বিদেশে পাঠানো যাবে আরও ৬ মাস

প্রকাশিত: ২২:১০, ২৯ অক্টোবর ২০২১

অনলাইনে পড়ালেখার ফি বিদেশে পাঠানো যাবে আরও ৬ মাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইনে বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে আরও ৬ মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আগামীবছরের মার্চ পর্যন্ত দেশে অবস্থিত ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পড়ালেখার জন্য টিউশন ফি পাঠাতে পারবেন শিক্ষার্থীরা। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে বিদেশী মুদ্রায় লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখাগুলোতে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, চলমান কোভিড-১৯ পরিস্থিতে এখনও অনেক দেশের সরকার বিদেশ ভ্রমণ বন্ধ রাখায় বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেই অনলাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেয়ার জন্য আরও দুই সেমিস্টার বা সেশনের ফি বিদেশে পাঠানোর সুযোগ দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে এই ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশী মুদ্রায় অনলাইনে বিদেশে পড়ালেখার ফি পরিশোধের সময় ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
×