ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ১৬:১৫, ২৭ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। আজ বুধবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা সদরের মোক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, নির্মল কুমার দাশ, আব্দুল মতিন, আইয়ুব আলী, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের খায়রুল ইসলাম বাবুল, গাজী কামাল, মহিলা পরিষদের পারভীন সুলতানা, মঞ্জু সরকার, সৈয়দা বিউটি আক্তার প্রমুখ। বক্তারা সকল হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। পাকিস্তানের পরাজিত শক্তির দোসররা নানা কায়দায় এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। এদের শক্তহাতে প্রতিহত করতে হবে।
×