ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীর মির্জাগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান

প্রকাশিত: ১৮:২২, ১৭ সেপ্টেম্বর ২০২১

পটুয়াখালীর মির্জাগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমান। গত ৫ দিন ধরে উপজেলার কাঁঠালতলী এলাকায় কখনো গাছের মগডালে, কখনো ঘরের চালে কিংবা কখনো মোবাইল টাওয়ারের মতো উঁচু স্থানে ছোটুছুটি করতে দেখা যায় এ হনুমানটিকে। শান্তিপ্রিয় এ প্রানীটিকে এক নজর দেখতে ভীড় করছে স্থানীয়রা। তবে হনুমানটি কারও কোনো ধরনের ক্ষতি করছে না। তাকে অনেকেই হাত বাড়িয়ে কলা, বিস্কুট, পাউরুটি দিচ্ছেন। তাদের ধারনা, উত্তরবঙ্গ থেকে খাদ্যবাহী ট্রাকে হনুমানটি ভুলক্রমে চলে এসেছে। তবে এটিকে ধরে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়ার দাবি সচেতন মহলের। কাঠালতলী হাই স্কুলের বিএসসি শিক্ষক মো. আবদুল গাফফার জানায়, এ এলাকায় এর আগে কখনো সময়ে হনুমান দেখা যায় নি। তবে কাঠালতলী বাজারসহ এর আশে পাশে এলাকায় কয়েক দিন ধরে দেখা যায় মুখপোড়া হনুমান। স্কুলের উপরে টাওয়ারের ও স্কুলের ছাদে ঘোরা ফেরা করে। লাফিয়ে লফিলে এক ছাদ থেকে অণ্য ছাদে যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা খাবার দিচ্ছে। হনুমান কারো ক্ষতি করছেনা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাস জানায় , এরা প্রকৃতির বন্ধু। হনুমানকে বিরক্ত না করলে সে কারও ক্ষতি করবে না। খাবারের সন্ধানে হয়তো সুন্দরবন বা দক্ষিণাঞ্চলের কোনো এলাকা থেকে বা ট্রাকের ছাঁদে চড়ে হনুমানটি এখানে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস জানায়, এ বিষয়ে আমি বন বিভাগের সাথে কথা বলে খোঁজ নেবো।” পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, প্রায় ৫ দিন পর্যন্ত এ হনুমানটি মির্জাগঞ্জে ঘুরে বেড়াচ্ছে। এটিকে ধরার সক্ষমতা তাদের নেই। তাই সাধারন মানুষকে এ প্রানীটিকে উত্তক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি।
×