ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে বিদ্যালয়ের মাঠ দখল করে ধান ও কলাগাছ রোপণের অভিযোগ

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

কালকিনিতে বিদ্যালয়ের মাঠ দখল করে ধান ও কলাগাছ রোপণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ১৪৮নং রায়পুর কাচারীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রভাবশালীদের দখলের অভিযোগ উঠেছে। এ দখলের ঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতির ভাইসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বিদ্যালয়ের একমাত্র মাঠটি দীর্ঘদিন ধরে তাদের দখলে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করতে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষক ও সরেজমিন সুত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর ইউনিয়নের রায়পুর কাচারিকান্দি গ্রামে ১৯৯৪ইং সালে বিদ্যালয় নির্মানের জন্য একই গ্রামের ইসমাইল সরদার ও তার স্ত্রী ময়মুন নেছা ২২ শতাংশ ও মনির সরদার ১১ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দলিল করে দেন। পরে বিদ্যালয়ের জমিদাতা হিসেবে মনির সরদার দীর্ঘদিন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি মনির সরদারকে শিক্ষাগত যোগ্যতার কারণে সভাপতির পদ থেকে বাদ দেয়া হলে তার ছোট ভাই আক্তার সরদার স্থানীয় কয়েক জন প্রভাবশালীদের নিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করে মাটি কেটে ধান ও কলাগাছ রোপণ করেন। এতে করে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। এবং স্কুলে আসা শিক্ষার্থীরা খোলা-ধুলাও করতে পারছেনা। মাটি কাটার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আক্তার সরদার বলেন, ‘আমার জমিতে আমি মাটি কাটতেছি এবং ধান ও কলাগাছ লাগিয়েছি । স্কুল যদি জমি পায় নেবে। আমরা পাঁচ ভাই-বোন। আমার ভাই দলিল দিলে তারটুকু দিতে পারে। ‘আমাদের অন্য ভাই-বোনদের জমি দলিল দিতে পারে না। এ ব্যাপারে কালকিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, রায়পুর কাচারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসেছিলেন। আমি তহশিলদারকে পাঠিয়ে মাটি কাটার কাজ বন্ধ করেছি। বিদ্যালয়ের দলিল আনতে বলেছি। যারা দাবি করছে তাদেরও দলিল আনতে বলেছি। কার কি সমস্যা তা দেখে সিদ্ধান্ত নেব। আপাতত বেড়া ছাড়া যে জায়গা আছে, ওখান দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে বলা হয়েছে।
×