ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কেন অর্ধেক বাস চলবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশিত: ১৬:৩৫, ৯ আগস্ট ২০২১

কেন অর্ধেক বাস চলবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চালু রয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়, ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন আদেশে জানানো হয়, আগামী বুধবার থেকে শর্তসাপেক্ষে প্রায় সবকিছুই খুলে দেওয়া হবে। তবে সড়কপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলার সুযোগ থাকলেও প্রতিদিন মোট পরিবহনসংখ্যার অর্ধেক চালু রাখা যাবে। অর্ধেক পরিবহন চলার বিষয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অন্তত কিছুদিন জেলাপর্যায়ে ডিসি, এসপি, পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে বসে যত বাস আছে, তার অর্ধেক চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, যাতে বাইরে থেকে চাপ কম হয়। একসঙ্গে বেশি গাড়ি ঢাকা বা চট্টগ্রামে ঢুকতে না পারে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এটি স্থানীয় প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেক স্থানীয় প্রশাসন এটা ঠিক করবে। ডিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালিক ও শ্রমিকেরা বসে পদ্ধতি বের করবেন।
×