ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২২:২০, ২ আগস্ট ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা আবু তালেব স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তালেব চোকদার (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। একইদিন বিকেলে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী, পাবনা ॥ বাজার রোডের ফকির বাড়ির মরহুম আজিজুর রহমানের ছেলে ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান হিরক (৫২) রবিবার সকাল নয়টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন। রাত সোয়া নয়টায় পূর্বটেংরী জামে মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। আলহাজ মুহাম্মদ শাহ্জাহান নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১ আগস্ট ॥ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মুহাম্মদ শাহ্জাহান শনিবার রাত ৯.৩০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শাহ্জাহান স্যারের মৃত্যুতে দৌলতপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ফুটবল মাঠে রবিবার বাদ আছর জানাজা শেষে নিজ বাড়ির আঙ্গিনায় সহধর্মিণীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। হাবিব আল-জালাল নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ আগস্ট ॥ সাংবাদিক হাবিব আল-জালাল (৫৫) রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। সোমবার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করার কথা রয়েছে। সুবাস চন্দ্র সরকার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ আগস্ট ॥ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও রানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুবাস চন্দ্র সরকার (৭৫) রবিবার দুপুর ১২টায় রানীনগর উপজেলার বেলঘড়িয়া গ্রামে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। বিকেলে বেলঘড়িয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাসান সিরাজ সুজা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১ আগস্ট ॥ জেলা জাতীয় পার্টির (এ) আহ্বায়ক, এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (৫৬) রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন) । তিনি স্ত্রী ও ছেলে রেখে গেছেন। সোমবার তার লাশ মাগুরায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।
×