ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হেলেনা জাহাঙ্গীরের অপকর্মের সঙ্গে জড়িত তিন নারী ও চার যুবককে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ২১:৩৯, ২ আগস্ট ২০২১

হেলেনা জাহাঙ্গীরের অপকর্মের সঙ্গে জড়িত তিন নারী ও চার যুবককে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত হেলেনা জাহাঙ্গীরের অপকর্মের সঙ্গে জড়িত আরও দুই-তিন নারী ও চার যুবককে খুঁজছে পুলিশ। তাদের মাধ্যমেই হেলেনা চাঁদাবাজি, ব্ল্যাকমেল ও গুজব রটানোর মতো অপকর্ম করতেন। গুলশান থানায় তিনদিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে এ ধরনের গুরুত্বপূণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। মাদক মামলায় তাকে আরও পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ রিমান্ড আবেদন করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন হেলেনা। শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করার দিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। শনিবার সরকারী অনুমোদন ও বৈধ কাগজপত্র ব্যতীত জয়যাত্রা টিভি সম্প্রচারসহ প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালনা করার অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাকে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইয়ামিন কবির। রিমান্ড আবেদনে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সরকারী অনুমোদন ছাড়া, সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র ব্যতীত জয়যাত্রা টিভি সম্প্রচারসহ প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালনা করে আসছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জয়যাত্রা টিভি সম্প্রচারসহ প্রতিষ্ঠানটি পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে আসামি হেলেনা জাহাঙ্গীরের সাতদিনের রিমান্ড পাওয়া একান্ত প্রয়োজন।
×