ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নতুন ফোন

স্মার্টফোনের জন্য সেরা ক্যামেরা

প্রকাশিত: ২২:৪৯, ২৪ জুলাই ২০২১

স্মার্টফোনের জন্য সেরা ক্যামেরা

আইটি ডট কম প্রতিবেদক ॥ একটা পারফেক্ট স্লো মোশন ভিডিও অথবা একটা ঝকঝকে উজ্জ্বল ছবি। পেশাদার বা অপেশাদার যে কোন কনটেন্ট মেকারদের জন্যই এ বিষয়গুলো খুবই কাক্সিক্ষত। অনেকের ধারণা, উন্নতমানের ফটোগ্রাফি কেবল ডিএসএলআর দিয়েই সম্ভব। এই ধারণাকে দূর করে, স্মার্টফোন ফটোগ্রাফিকে আরও আধুনিক স্তরে নিয়ে যেতে সম্প্রতি বাজারে এসেছে স্মার্ট-স্মার্টফোন ভিভো ভি২১ই। ভিভো ভি২১ই স্মার্টফোনের ক্যামেরায় এমন কিছু চমৎকার ফিচার রয়েছে যেগুলো স্মার্টফোনটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। ৪৪ মেগাপিক্সেলের আই অটোফোকাস ক্যামেরা, ডুয়াল ভিউ ভিডিও, ফ্রন্ট ক্যামেরায় ৪কে মানের ভিডিও, ৬৪ এমপি নাইট ক্যামেরা, সুপার নাইট মোড,আলট্রা স্ট্যাবল ভিডিও।
×