ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোর জেলার ৮টি পৌরসভায় লকডাউন ঘোষণা

প্রকাশিত: ১২:০৯, ২৩ জুন ২০২১

নাটোর জেলার ৮টি পৌরসভায় লকডাউন ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নাটোর জেলার ৮টি পৌরসভায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা করোনা প্রতিরোধ কমিটির অনলাইন সভায় লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ২২জুন সন্ধ্যা ৬ টা থেকে ২৯জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার নাটোর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, বনপাড়া, গোপালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌরসভা লকডাউনের আওতায় থাকবে। এর আগে নাটোর ও সিংড়া পৌরসভা দুই দফায় গত ২২ জুন পর্যন্ত লকডাউনের আওতায় ছিল। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে জেলায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫। এছাড়া নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষায় ১০২ জনের ফলাফল পজিটিভ হয়েছে। চলমান লকডাউনে সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। এদিকে কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। বিধি নিষেধ আগের মতোই আছে। এর আগে জেলা নাটোর ও সিংড়া পৌরসভার পর আরো ৬ টি পৌর এলাকা লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া সবাইকে এই বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানান তিনি।
×