ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী পাচারকারী চক্রের হোতা নদী-জয়াসহ গ্রেফতার ৭

প্রকাশিত: ০০:৩৩, ২২ জুন ২০২১

নারী পাচারকারী চক্রের হোতা নদী-জয়াসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার ॥ ভারতে নারী পাচারকারী চক্রের হোতা নদী ও জয়াসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। সোমবার বিকেলে নড়াইল ও যশোরের সীমান্ত এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। সোমবার সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাতিরঝিল থানা পুলিশের একটি টিম নড়াইল ও যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার রিমান্ডের আবেদন করে তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গত, টিকটকের মাধ্যমে পরিচয়, অতঃপর টিকটক স্টার বানানোর কথা বলে মগবাজার এলাকার এক তরুণীকে ভারতে পাচার করে দেয়া হয়। সেখানে ধারাবাহিক শারীরিক ও বিকৃত যৌন নির্যাতনের শিকার ওই তরুণী কৌশলে ৭৭ দিন পর দেশে পালিয়ে আসেন। গত ১ জুন রাতে হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা (নং-৩) দায়ের করেন ভুক্তভোগী তরুণী। মামলায় ১২ জনকে আসামি করা হয়।
×