ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গাজীপুর-ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন চালু হচ্ছে রবিবার

প্রকাশিত: ০০:৩৪, ১৮ জুন ২০২১

গাজীপুর-ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন চালু হচ্ছে রবিবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে ঢাকা-গাজীপুর-ঢাকা রেলসড়কে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ঘোষণার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের ৩৭টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ পূর্ব ও দক্ষিণাঞ্চলের সড়ক ও রেলপথের যোগাযোগের একমাত্র মাধ্যম গাজীপুর জেলা। এ জেলা হয়ে প্রতিদিন সড়ক ও রেলপথে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। তাই ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর উদ্যোগ নেয় সরকার। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে ২০১২ সালে বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শিববাড়ি হতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত কাজ শুরু হলেও সঠিক সময়ে কাজ সম্পন্ন হয়নি। প্রকল্পের কাজের খোঁড়াখুঁড়ির কারণে মহাসড়কের প্রায় সব অংশেই সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে মহাসড়কের বিভিন্নস্থান ডুবে যায়। ফলে ওই পথে ঝুঁকি নিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে গিয়ে সৃষ্ট যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে ওই পথে যাত্রীদের আধা ঘণ্টার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে গাড়িতে বসে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া বিকল্প রাস্তাগুলোর কাজ একই সঙ্গে চলমান থাকায় সেসব রাস্তা বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে জনদুর্ভোগের মাত্রা বেড়েছে সীমাহীন।
×