ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ২৩:১৯, ১৮ জুন ২০২১

শাবি ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

শাবি সংবাদদাতা ॥ মেয়াদোত্তীর্ণ হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এদিকে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তার ফেসবুক পেইজ থেকে পোস্ট করে জানিয়েছেন। ৫৩ বেঞ্চ গঠন স্টাফ রিপোর্টার ॥ বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী রবিবার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ চলবে। এর আগে ১ জুন থেকে সপ্তাহের সব কার্যদিবসে আপীল বিভাগের বিচারকাজ শুরু হয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিলের পর এই প্রথম আগামী রবিবার থেকে হাইকোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন। ওইদিন থেকে দেশের সর্বোচ্চ আদালতের আপীল ও হাইকোর্ট বিভাগে পুরোপুরি ভার্চুয়ালি বিচার কাজ শুরু হচ্ছে।
×