ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে দুই শিশুকে বলাৎকার করায় মাদরাসা পরিচালক গ্রেফতার

প্রকাশিত: ২১:৪৩, ১৬ জুন ২০২১

বরিশালে দুই শিশুকে বলাৎকার করায় মাদরাসা পরিচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের দক্ষিণ পাদ্রীশিবপুর কানকি গ্রামের একটি মাদরাসার দুই শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে রেদওয়ানুল করিম (৪২) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তিনি আরও বলেন, পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তি আরও কতোজন শিশুকে নির্যাতন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বলাৎকারের অভিযোগ এনে ভূক্তভোগী এক শিশুর বাবা মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিমকে গ্রেফতার করা হয়। সে (রেদওয়ানুল) ওই এলাকার মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার পরিচালক। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের পুত্র। সূত্রমতে, ওই মাদরাসার হেফজখানায় প্রায় অর্ধশত শিশু পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করে। এখানে থাকা দুইজন শিশুকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছিলো রেদওয়ানুল করিম। ভুক্তভোগি এক শিশু মঙ্গলবার বিকেলে বিষয়টি তার বাবাকে অবহিত করে। পরে বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা ওই শিশুর বাবাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে উপায়অন্তুর না পেয়ে মঙ্গলবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে নির্যাতিত এক শিশু ছাত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×