ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে পুকুর পুনখননে পুকুর চুরির অভিযোগ

প্রকাশিত: ১৬:২৫, ১৬ জুন ২০২১

বরিশালে পুকুর পুনখননে পুকুর চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুটি আদর্শ গ্রামের (গুচ্ছপ্রাম) চারটি জলাশয় পুনখননের নামে ‘পুকুর চুরি’র অভিযোগ উঠেছে। মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (দ্বিতীয় সংশোধিত) অধীনে চারটি পুকুর পুনখননে ব্যয় করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। ঘটনাটি জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র খনন করে লাখ লাখ টাকা আত্মসাত করেছে ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় নেতাকর্মীরা। তারা কোনো রকম মাটি কেটে তীরে রাখায় চলতি বর্ষায় তীর ভেঙে ওই মাটি পুকুরেই চলে যাচ্ছে। অনিয়মের বিষয়টি মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জেনেও রহস্যজনক কারণে প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের বিল দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ভোলানাথ পুরাতন আদর্শ গ্রামে তিনটি পুকুর এবং ভোলানাথ নতুন আদর্শ গ্রামের একটি জলাশয় পুনখনন করা হয়। নতুন আদর্শ গ্রামের জলাশয়টি দুটি প্রকল্প দেখিয়ে প্রতি প্রকল্পে ব্যয় করা হয় ২০ লাখ ৯৯ হাজার ৬০ টাকা করে। পুরাতন আদর্শ প্রামের তিনটি পুকুরের প্রতিটিতে ব্যয় করা হয়েছে ৯ লাখ ১ হাজার ৩০ টাকা করে। এক মাস আগে কাজ শেষ করে বিলের ৭০ ভাগ টাকা সংশ্লিষ্টরা উত্তোলন করে নিয়েছেন। সূত্রে আরও জানা গেছে, একাধিক জনের নামে প্রকল্প দেখানো হলেও পুরো কাজটি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, ইউপি সদস্য হারুন-অর রশিদ ও তাদের সহযোগিরা। পুরাতন আদর্শ গ্রামের দুটি পুকুরে দুইজন ব্যক্তিকে দলনেতা দেখানো হলেও জাতীয় পরিচয়পত্রে একই নম্বর উল্লেখ করাকে কেন্দ্র করেও রহস্যের সৃষ্টি হয়েছে। দুটি গুচ্ছগ্রামে বসবাসকারীদের দেওয়া তথ্যমতে, ভ্যেকু মেশিন দিয়ে নামেমাত্র খনন করে পাশেই মাটি রাখা হয়েছে। ফলে বৃষ্টিতে ওই মাটি ধুয়ে আগের জায়গাতেই পরছে। ভোলানাথ এলাকার ইউপি সদস্য হারুন-অর রশিদ বলেন, উলানিয়া এলাকার ইউসুফ হোসেন তালুকদার মৎস্য অফিস থেকে পুকুর পুনখনন প্রকল্পগুলো এনেছেন। স্থানীয় শেল্টার পেতে সে (ইউসুফ) তাদের এ কাজের সাথে যুক্ত করেছেন। তিনি আরও বলেন, গত ১৫ মার্চ খননকাজ শেষ করা হয়েছে। তার আগে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা একাধিকবার সরেজমিনে এসে ত্রুটি ধরায় একই পুকুর কয়েকবার খনন করতে হয়েছে। ইউসুফ হোসেন তালুকদার বলেন, মৎস্য অফিস থেকে ভোলানাথ গুচ্ছগ্রামের চার পুকুরের কাজ আনার পর আওয়ামী লীগ নেতা কামাল হাওলাদার, শাহ আলম চৌকিদার, হারুন-অর রশিদ, যুবলীগ নেতা পারভেজকে নিয়ে পুরো কাজ সম্পন্ন করা হয়েছে। সঠিকভাবে মাটি কাটানো হয়েছে দাবি করে ইউসুফ হোসেন আরও বলেন, মাটি নরম থাকায় তিনটি পুকুরে ভ্যেকু মেশিন নামাতে না পেরে শ্রমিক দিয়ে মাটি কাটা হয়েছে। তীরের মাটি কিছুটা ধুয়ে যাওয়ার পর ঠিক হয়ে যাবে বলেও ইউসুফ হোসেন উল্লেখ করেন। জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী বলেন, প্রকল্পগুলোর ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে স্থানীয়দের কাছে শুনেছেন কাজটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, পুরাতন আদর্শ গ্রামের তিনটি পুকুরে সমস্যা থাকায় প্রকল্প অনুযায়ী কাজ করা যায়নি। যতটুকু কাজ করা হয়েছে ততটুকুর বিল দেওয়া হবে। অবশিষ্ট টাকা প্রকল্প তহবিলে ফেরত যাবে। তিনি (ভিক্টর বাইন) আরও বলেন, নতুন আদর্শ গ্রামে এক হাজার ৫৭০ ফুট লম্বা জলাশয়টি নিয়ম অনুযায়ী দুটি প্রকল্প করে পুনখনন করা হয়েছে। তবে এখনও সংশ্লিষ্টদের পুরো বিল দেওয়া হয়নি। দুই ব্যক্তির একই জাতীয় পরিচয়পত্র নম্বর প্রসঙ্গে তিনি বলেন, এটা ভুল হতে পারে। মৎস্য অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
×