ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ২৩:১৮, ১৪ জুন ২০২১

বাগেরহাটে শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের নামে দায়েরকৃত যৌন হয়রানির মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রবিবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন শরণখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেন, টি এম মিজানুর রহমান, সুলতান আহম্মেদ গাজী, আসাদুজ্জামান মিলন, নান্না মিয়া, ওবায়দুল হক, মাওলানা নুরুল আমিন প্রমুখ। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম একজন সৎ চরিত্রবান ভাল মানুষ। তিনি ২২ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। একটি মহল তাকে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা মামলা’ দিয়ে ফাঁসিয়ে জেলা হাজতে পঠিয়েছে।
×