ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তিন প্রতারক একদিনের রিমান্ডে

প্রকাশিত: ২৩:৩০, ১৩ জুন ২০২১

তিন প্রতারক একদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার দায়ে গ্রেফতারকৃত এসকে হাবিবসহ তিন প্রতারককে এক দিনের রিমান্ডে এনেছে পুলিশ। শনিবার তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে। নানা অপকর্মে জড়িত এই তিন প্রতারককে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে র‌্যাব। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া-পর্বতা এলাকার এসএসআই গ্রæপের অফিসে অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে। পরে তাদের নামে কাফরুল থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শেখ হাবিবুর রহমান ওরফে এসকে হাবিব (৫৮), খলিলুর রহমান (৬২), আবু সাইদ (৫২)। এসময় প্রতারণার কাজে নিয়োজিত ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, নগদ অর্থ, ব্যাংকের চেক এবং মাদক উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই সুলতান মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আদালতে হাজির করে তাদেরকে একদিনের রিমান্ড নেয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, শেখ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে সুকৌশলে প্রতারণা করে আসছিল। প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করেছে। প্রতারক চক্রের হোতা শেখ হাবিবুর রহমান এসএসআই কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে চাকরি দেয়া, জমি উদ্ধার, ফ্ল্যাট উদ্ধারসহ নানা কাজের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। শেখ হাবিব সরকারের উঁচু মহলের আত্মীয় পরিচয়ে সম্প্রতি পুলিশের বিভিন্ন থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে তদ্বির করেন। তার মাধ্যমে প্রতারিত হয়েছে অনেক মানুষ। এসকে হাবিবের ছেলে শেখ ইমরানও পিতার কাজের সঙ্গে জড়িত। ইমরানের স্ত্রী শারমিন আক্তার এক সময় গণভবনে কর্মরত ছিলেন। শেখ ইমরানের সঙ্গে বিয়ের পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয় এবং স্বামী ইমরান ও শ^শুর শেখ হাবিবের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িয়ে যান।
×