ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জবি শিক্ষক শিক্ষার্থীদের

প্রকাশিত: ২৩:৫৩, ২৩ মে ২০২১

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জবি শিক্ষক শিক্ষার্থীদের

জবি সংবাদদাতা ॥ করোনাভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এক বছরেরও বেশি সময়। মাঝে করোনার প্রকোপ কিছুটা কমলেও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান। সেশনজট নিরসন ও ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে গেছে। অনলাইনে ক্লাস চালিয়ে গেলেও পরীক্ষা নেয়া এখনও সম্ভব হয়নি, ফলে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। অনলাইনে পরীক্ষা নেয়ার কথা একাধিকবার ভাবলেও নানা জটিলতা রয়েছে, তাই শিক্ষার্থীদের সেশনজট থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস বলেন, শিক্ষার্থীদের বেদনা আমরা বুঝি। আমরা অনলাইনে ক্লাস নিলাম দুটি সেমিস্টারের কিন্তু সেটার কোন সুফল নেই। এমন তো হয় না যে আমরা অনলাইনে ক্লাস নিয়েই যাব। আমি মনে করি এর আগে আমরা স্নাতকোত্তরদের পরীক্ষা যেভাবে নিলাম সেভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বল্প সময়ে শিক্ষার্থীদের এই পরীক্ষাগুলো নেয়া উচিত, তাহলে সেশনজট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আসলে করোনাকালীন সময়ে সব থেকে বড় ক্ষতিটা হয়ে গেল শিক্ষা খাতে। কিন্তু করোনার বিপক্ষে সরকারেরও কিছু করা সম্ভব না। আমরা অনলাইনে যে ক্লাস নিলাম এটা আসলে ওতটা ফলপ্রসূ না যতটা স্বশরীরে হয়। তবে আমিও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে। শিক্ষার্থীদের দাবি-দাওয়ার পক্ষে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের যে পরিমাণ সময় নষ্ট হয়েছে তা অপূরণীয়।
×