ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খুলনায় ডিজিটাল মামলায় সাংবাদিক কারাগারে

প্রকাশিত: ০০:০৩, ২২ এপ্রিল ২০২১

খুলনায় ডিজিটাল মামলায় সাংবাদিক কারাগারে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি মেয়রের দায়ের করা মামলায় গ্রেফতার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে খুলনার আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত স্ট্যাটাস দেয়ায় গ্রেফতারকৃত সাংবাদিক আবু তৈয়বের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি জানান, তদন্ত চলাকালে প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হবে। খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) বি এম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে খুলনার নূরনগর এলাকার বাসা থেকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে মঙ্গলবার বিকেলে খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২), ২৯(১), ৩১(১) ও ৩১(২)/৩৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় অপর আসামি হলেন দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা। তিনি পলাতক রয়েছেন। পুলিশ জানায়, মামলার অভিযোগে বলা হয় পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মোংলা কাস্টমস সম্পর্কিত বিষয়ে তাকে (মেয়রকে) হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি ফেসবুক এ্যাকাউন্টে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালান। এদিকে এনটিভি সাংবাদিক আবু তৈয়বের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। এক বিবৃতিতে তারা বলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক একজন পরীক্ষিত নেতা। তাকে নিয়ে যে সংবাদ আবু তৈয়বের আইডিতে প্রকাশিত হয়েছে এখানে সাংবাদিকতার লেশমাত্র দেখা যায়নি। কারণ সাংবাদিক হিসেবে কোন সংবাদ লিখলে তার জবাবদিহিতা থাকে। সেখানে কোন মিথ্যা, ব্যক্তি আক্রোশ বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য থাকে না। যা তার ব্যক্তিগত আইডিতে প্রকাশ করা হয়েছে। এটি পরিপূর্ণ সাংবাদিকতা ইথিক্সের পরিপন্থী।
×