ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিকাশে রেমিটেন্স পাঠিয়ে আবারও ১ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার সুযোগ

প্রকাশিত: ২৩:৩২, ১৯ এপ্রিল ২০২১

বিকাশে রেমিটেন্স পাঠিয়ে আবারও ১ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার সুযোগ

চলমান করোনা পরিস্থিতিতে এবং রমজান মাসে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে রেমিটেন্স পাঠানো আরও স্বস্তিদায়ক করতে সরকারী ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। বিশ্বের ৯৩টি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৫০টির বেশি মানি ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ২০ লাখ বিকাশ এ্যাকাউন্টে নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এসব সুবিধার কারণে বিকাশে ২০২০ সালে প্রায় ১১৬০ কোটি টাকা সমপরিমাণের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। করোনার এই সময়ে ঘরে বসে সহজেই রেমিটেন্স গ্রহণসহ সরকারী ২ শতাংশ প্রণোদনার পাশাপাশি বিকাশের আরও ১ শতাংশ ক্যাশ বোনাস প্রবাসী এবং তার স্বজনদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এসেছে। ১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যে কোন পরিমাণ রেমিটেন্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি চলবে ৩১ মে ২০২১ পর্যন্ত।-বিজ্ঞপ্তি
×