ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলি বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ হওয়ার পথে

প্রকাশিত: ১৩:১৮, ১৮ এপ্রিল ২০২১

হিলি বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ হওয়ার পথে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সরকার আর নতুন করে চাল আমদানির অনুমতি না দেওয়ায়, হিলি স্থল বন্দরে চালের আমদানি কমে গেছে। এরফলে কয়েকদিনের মধ্যেই এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যাবে বলে আশংকা করছেন আমদানিকারকরা। অথচ শতকরা ২৫ শতাংশ শুল্ক দিয়ে সরকারের শর্তাবলী মেনেই ৩৭০ থেকে ৪২৫ ডলারের মধ্যে প্রতি মেট্রিকটন চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। এরপরও নতুন করে চাল আমদানীর অনুমতি দেয়া হচ্ছে না। হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি কমতে শুরু করায় স্থানীয় বাজারগুলোতে বাড়তে শুরু করেছে চালের দাম। স্বল্প সময়ের মধ্যে চালের বাজার মূল্য স্বাভাবিক রাখতে চাল আমদানির ওপর গুরুত্ব আরোপ করে সরকার। ১০ লাখ ১৭ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির অনুমতি পায় আমদানিকারকরা। প্রচুর চাল আমদানি করায় বন্দরের পাইকারি বাজারে কেজিতে ৩/৪ টাকা দাম কমে যায়। কিন্তু নতুন করে চাল আমদানির অনুমতি না দেওয়ায়, চালের আমদানি কমে এই অঞ্চলে কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকা বেড়ে গেছে চালের দাম। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, নতুন করে অনুমতি না দেয়ার ফলে, আগামী কয়েক দিনের মধ্যে এই বন্দও দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যাবে । হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড-এর গণসংযোগ কর্মকর্তা সওরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, চাল আমদানি অনেকাংশে কমে গেছে। আমদানিকারকদের বরাত দিয়ে তিনি জানান, সরকারের পক্ষ থেকে যতটুকু চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে, তার অতিরিক্ত আর নতুন করে অনুমতি আসছে না। তাই দিনে দিনে চাল আমদানির পরিমান কমে আসছে। হিলি কাস্টমস সূত্রে জানা যায়, এ বছরের ৯ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৬শ’ ৩৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আর এর বিপরীতে রাজস্ব এসেছে ১শ’ ২৯ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
×