ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাড্ডার সেই পীর হত্যায় এক আসামির জামিন স্থগিত

প্রকাশিত: ২০:০৩, ১৩ এপ্রিল ২০২১

বাড্ডার সেই পীর হত্যায় এক আসামির জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর বাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান ও পীর খিজির খান হত্যা মামলায় আসামি মো. রকিবুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপীল বিভাগ। মঙ্গলবার (রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান নিজেকে পীর দাবি করে রাজধানীর বাড্ডায় নিজ বাড়িতে রাহমানিয়া খানকা শরীফ, ঢাকা শাখা স্থাপন করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে। তার বাবা হাবিব রহমত উল্লাহও কুষ্টিয়ায় পীর ছিলেন। পীর ও মাজার প্রথা বিরোধী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা ২০১৫ সালের ৫ অক্টোবর খিজির খানকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় পুলিশ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এদের মধ্যে রকিবুলকে ২০১৮ সালে জামিন দেন হাইকোর্ট। এই জামিন আদেশের বিরুদ্ধে আপীল করে রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। শুনানি শেষে আপিল বিভাগ জামিন স্থগিত করে দেন।
×