ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নতুন সিনেমায় সীমান্ত

প্রকাশিত: ০১:০৮, ১২ মার্চ ২০২১

নতুন সিনেমায় সীমান্ত

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের দর্শকপ্রিয় খলঅভিনেতা এল আর খান সীমান্ত। শুরুটা মডেলিং দিয়ে। র‌্যাম্প শো, ফটোশূট, বিলবোর্ডের মডেলিং কিংবা ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন তিনি। এরপর স্বপ্ন দেখেন সিনেমায় কাজ করবেন। এরইমধ্যে সে স্বপ্নও পূরণ হয়েছে। ‘নবাব এলএলবি’ ছবির মাধ্যমে খলনায়ক হিসেবে অভিষেক হয়েছে। লম্বা কোঁকড়ানো চুল, ভয়ঙ্কর চাহনী, আর লম্বা, সুঠাম দেহ প্রথমে তাকে দেখলে মনে হতে পারে তামিল-তেলেগু সিনেমার কোন খলনায়ক। কিন্তু না সীমান্ত দেশেরই একজন অভিনেতা। যিনি মডেলিং থেকে সিনেমায় নাম লিখিয়েছেন। ঢাকাই সিনেমায় খলঅভিনেতা সঙ্কটে এরইমধ্যে সীমান্ত অনেক পরিচালকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে সীমান্ত অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক ‘আনন্দ অশ্রু, অনন্য মামুনের ‘সাইকো’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। হাতে রয়েছে সৈকত নাসিরের ‘ক্যাশ’ ও ‘মাসুদ রানা’, মোহাম্মদ ইকবালের ‘ফাইটার’ ও ‘রিভেঞ্জ’, সাইফ চন্দনের ‘ওস্বাদ’। রবিবার (৭ মার্চ) থেকে চট্টগ্রামে অংশ নিয়েছেন ‘মাসুদ রানা’ ছবির শূটিংয়ে। ছবিটিতে খলনায়কের ভূমিকায় সীমান্তকে দেখা যাবে। এ প্রসঙ্গে সীমান্ত বলেন, ‘হাতে থাকা প্রতিটি ছবিরই চরিত্রে ভিন্নতা আছে। দর্শকদের ব্যতিক্রম কিছু দেয়ার চেষ্টা করছি। মাসুদ রানার জন্য ফাইট অনুশীলন করতে হয়েছে।
×