ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাণ দেব তবু মাথা নত করব না ॥ বাবলু

প্রকাশিত: ২৩:১৪, ৩ মার্চ ২০২১

প্রাণ দেব তবু মাথা নত করব না ॥ বাবলু

স্টাফ রিপোর্টার ॥ চলমান স্থানীয় সরকার নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে বিরোধী দল জাতীয় পার্টি বলছে, বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা জিতেছে আর হেরেছে দেশের ভোটাররা। ভোট দিতে না পেরে ভোটাররা রাস্তায় কান্না করছে, এটা মেনে নেয়া যায় না। মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। ইতোমধ্যে পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগ দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে মন্তব্য করে বাবলু বলেন, নির্বাচন নিয়ে প্রহসনের ধিক্কার জানাই। জাতীয় পার্টি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে এমন প্রতিশ্রুতি দিয়ে ডাকসুর সাবেক এই নেতা বলেন, মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে প্রয়োজনে প্রাণ দেব কিন্তু মাথা নত করব না। বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে।
×