ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাল টাকার মামলায় সাহেদের বিচার শুরু

প্রকাশিত: ২৩:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১

জাল টাকার মামলায় সাহেদের বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ জাল টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। কারাগারে আটক থাকা আসামি সাহেদ ও মাসুদকেও গতকাল আদালতে হাজির করা হয়। এরপর আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। একইসঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করে। দেড় লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার ॥ মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি কর্তৃপক্ষ)। মশার প্রজননস্থল ধ্বংস করা ও যে সকল স্থাপনায় মশার লার্ভা বা প্রজনন ক্ষেত্র পাওয়া গেছে তাদের মামলাসহ জরিমানা আদায় করছে সংস্থাটি। বুধবার বিশেষ মশক নিধন অভিযানের চতুর্থ দিনে সাড়ে ছয় হাজার স্থাপনা পরিদর্শন করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ডিএনসিসি। অভিযানের চতুর্থ দিন বুধবার ৬ হাজার ৬৬৪ সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৮টিতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৪ হাজার ৩৯৬টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়। মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৪টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
×