ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের জায়গা দখলকারীদের তালিকা হয়েছে ॥ নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রাম বন্দরের জায়গা দখলকারীদের তালিকা হয়েছে ॥ নৌপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফ লাইন। বন্দরের আধুনিকায়নে অনেক বড় বড় প্রকল্প নিয়েছে সরকার। পতেঙ্গা কন্টেনার টার্মিনালের (পিসিটি) কাজ শেষ পর্যায়ে। বন্দরের আধুনিকায়ন সকলেই চায়। আধুনিকায়ন করতে হলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। গুটি কয়েক মানুষের জন্য বন্দরের সুনাম নষ্ট বরদাস্ত করা হবে না। আমরা অনেক ধৈর্য্যরে পরিচয় দিয়েছি। উচ্ছেদ কার্যক্রম চলমান প্রক্রিয়া। যারা বন্দরের জায়গা ভাড়া দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে সেইসব স্বার্থান্বেষীদের তালিকা করা হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে কথাগুলো বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। লালদিয়ার চর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন। নৌপ্রতিমন্ত্রী বলেন, কাউকে প্রভাবশালী মনে করছি না। সরকারই প্রভাবশালী। বন্দরের আধুনিকায়ন করতে চাইলে উচ্ছেদের বিকল্প নেই। স্বার্থান্বেষী মানুষ অর্থ আয় করছে, ভাড়াটিয়া দিয়েছে। তাদের আমরা চিহ্নিত করেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, আদালত বন্দর চেয়ারম্যানকে কোর্টে হাজির হতে বলেছিলেন, যা সবাই জানেন। লালদিয়ায় অবৈধ স্থাপনা রাখার সুযোগ নেই। চসিক নির্বাচন বাতিল চেয়ে ডাঃ শাহাদাতের মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ফল বাতিল করে পুনর্নিবাচন চেয়ে মামলা দায়ের করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন। বুধবার সকালে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক প্রথম যুগ্ম জেলা জজ খায়রুল আমিনের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে। আদালত মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শাহাদাতের আইনজীবী দেলোয়ার হোসেন চৌধুরী।
×