ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০০:৩১, ১ ফেব্রুয়ারি ২০২১

নিউইয়র্কে তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তালাবদ্ধ ঘর থেকে এক বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার নাম জিমাম মোহাম্মদ চৌধুরী (২১)। তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। খবর বিডিনিউজের। জিমামের বাবা উত্তর আমেরিকা জালালাবাদ এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল জানান, শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় হিলসাইডে তালাবদ্ধ ঘর থেকে জিমামকে উদ্ধার করা হয়। তিনি ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উদ্ধারের সময় আসা চিকিৎসকরা জানিয়েছেন। গত ৩১ ডিসেম্বর মা-বাবা এবং দুই বোনের সঙ্গে জিমামও সিলেট গিয়েছিলেন। ঘনিষ্ঠ এক অসুস্থ বন্ধুর অস্ত্রোপচারের সময় হাসপাতালে থাকার কথা বলে সেখান থেকে দুদিন আগে নিউইয়র্কে ফেরেন জিমাম। দুই সপ্তাহ পরই আবার সিলেটে মা-বাবার কাছে ফেরার কথা ছিল তার। দুপুর হচ্ছে, কিন্তু টেলিফোনে সাড়া না পেয়ে বাসার সামনে এসে বেজমেন্টের লোকজনের কাছে জিমামের ব্যাপারে জানতে চেয়েছিল তার বন্ধুরা। পরে দরোজায় কড়া নেড়েও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন তারা। দুবাইয়ে ফলস্ সিলিং থেকে পড়ে প্রবাসীর মৃত্যু ॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভবনের ফলস্ সিলিং থেকে পড়ে এক প্রবাসী তরুণ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তার নাম সৈয়দ মোশারফ হোসেন (৩৯)। তিনি চট্টগ্রাম রাউজান থানার মধ্যম কদলপুর গ্রামের মীর বাড়ির সৈয়দ মোহাম্মদ বেলালের তৃতীয় ছেলে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের বন্ধু নওশের আলম সুমন। তিনি জানান, কিছু নির্মাণ শ্রমিককে গাড়িতে করে শারজা নিতে ওইদিন সকালে দুবাইর আল কুজ ৪ নম্বর এলাকায় আসেন মোশারফ। সেখানে তিনি একটি তিনতলা ভবনে উঠে ছাদ মনে করে ফলস্ সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙ্গে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
×