ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর হাজারীবাগে তিন ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১৯:০৩, ২৩ জানুয়ারি ২০২১

রাজধানীর হাজারীবাগে তিন ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে তিন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আরিফ হোসেন (২১), মোঃ হাসান গাজী ওরফে বাবু (২০), মোঃ মামুন বেপারী (২১)। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, ছাকুসহ দেশীয় নানা অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল হাজারীবাগ থানাধীন বসিলা মেট্রোহাউজিং এলাকায় অন্ধকারাচ্ছন্ন ফাকাঁ জায়গায় দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদীসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতিতে টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্নএলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটিব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়া রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ কওে ডাকাতি করে থাকে। আসামীদের জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা যাচাই বাচাই করা হচ্ছে। তাদের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×