ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন আজ

প্রকাশিত: ২২:৪০, ২৩ জানুয়ারি ২০২১

পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন আজ

স্টাফ রিপোর্টার ॥ দর্শকনন্দিত নাট্যসংগঠন পদাতিক নাট্য সংসদ ৪৪ বছরে পদার্পণ করেছে ২১ জানুয়ারি। নাট্য আয়োজন, সম্মাননা প্রদান, প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে আজ শনিবার। দলীয় সূত্রে জানা যায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা হতে পদাতিক নাট্য সংসদের দুটি নাটক ‘গহনযাত্রা’ ও ‘ম্যাকবেথ’র ৫০তম মঞ্চায়ন হবে। নাটক দুটি মঞ্চায়নের মধ্যবর্তী বিরতিতে উপস্থাপিত হবে সমসাময়িক ঘটনাপ্রবাহ ও অতীত স্মৃতি নিয়ে ‘করোনার ক্রান্তিকালে মনে পড়ে’ শীর্ষক প্রবন্ধ পাঠ। প্রবন্ধটি উপস্থাপনা করবেন অপূর্ব কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, অভিনেত্রী ও নির্দেশক লাকী ইনাম, মঞ্চসারথি আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন তানু। নাটক মঞ্চায়ন শেষে দুই নাটক সংশ্লিষ্ট নেপথ্যের কারিগরদের ৫০তম সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন- সৈয়দ শামসুল হক, ওয়াহিদা মল্লিক জলি, সুদীপ চক্রবর্তী, ড. রুবাইয়াৎ আহমেদ, সায়েম রানা, এ.বি.ম তৈমুর হান্নান, সঞ্জীব কুমার দে, আতিকুল ইসলাম জয় ও শিশির রহমান। এছাড়াও ম্যাকবেথ নাটকে ৫০টি মঞ্চায়নে অংশগ্রহণ করায় সৈয়দা শামছি আরা, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, সালমান শুভ ও তন্ময় বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট দেয়া হবে। ‘গহনযাত্রা’ নাটকটি রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করেছেন শামছি আরা সায়েকা। নাটকটির নির্দেশনা সহযোগী সঞ্জীব কুমার দে, সঙ্গীত পরিকল্পনায় সাইম রানা, সঙ্গীত সঞ্চালনায় মেহেদী হাসান মেধা, মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়। নাটকটি পদাতিক নাট্য সংসদের ৩৯তম প্রযোজনা। পদাতিক নাট্য সংসদের আলোচিত প্রযোজনার নাটক ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেক্সপিয়ারের গল্প অবলম্বনে সৈয়দ শামসুল হকের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
×