ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে কোভ্যাকসিনের ট্রায়াল চালাতে চায় ভারত

প্রকাশিত: ০০:০৯, ২২ জানুয়ারি ২০২১

বাংলাদেশে কোভ্যাকসিনের ট্রায়াল চালাতে চায় ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে কোভ্যাকসিনের ট্রায়াল চালাতে চায় ভারত। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আবেদন করেছে ভ্যাকসিনটির নির্মাতা ভারত বায়োটেক। বাংলাদেশ চিকিৎসা গবেষণা কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবর অনলাইনের। শেষ পর্যন্ত যদি ভারত বায়োটেক অনুমোদন পেয়েই যায় তাহলে এটি হতে পারে বাংলাদেশে প্রথম কোন করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। তবে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল এখনও শেষ হয়নি, নেই সুরক্ষা সংক্রান্ত পর্যাপ্ত তথ্যও। এ নিয়ে নিজ দেশেই ব্যাপক বিতর্কের মুখে রয়েছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন । চলতি মাসের শুরুর দিকে ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাকসিন জরুরী ব্যবহারের অনুমোদন দেয় ভারত।
×