ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে: বাবলু

প্রকাশিত: ১৬:৫২, ২১ জানুয়ারি ২০২১

প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে: বাবলু

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রতিটি মানুষের জন্য করোনা প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ভ্যাকসিনের পাশাপাশি প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার দলের বানানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির নবনিযুক্ত আহবায়ক কমিটির সদস্যরা পার্টি মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় যুব সংহতি নেতৃবৃন্দের উজ্জ্বল আগামী প্রত্যাশা করে বক্তৃতা করেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বাবলু বলেন, রাজধানীর কিছু হাসপাতাল ছাড়া সারাদেশে করোনার চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীর কিছু বেসরকারী হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে বেসরকারী হাসপাতালে করোনার চিকিৎসা নেয়া সম্ভব নয়। আবার উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে টাকা থাকলেও করোনার চিকিৎসা নেই। তাই দেশের মানুষকে বাঁচাতে প্রতিটি সরকারী হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় যুব সংহতির আহবায়ক হুসেইন মকবুল আসিফ শাহরিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুবসংহতির নবনিযুক্ত সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, শেখ সারোয়ার হোসেন। এদিকে এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে জাতীয় যুব সংহতির বর্তমান মেয়াদ উত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ-কে আহ্বায়ক ও জাতীয় পার্টির ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন-কে সদস্য সচিব এবং তারেক এ আদেল (ব্রাহ্মণবাড়িয়া), এডভোকেট জুলফিকার হোসেন (দিনাজপুর), হেলাল উদ্দিন (ময়মনসিংহ), মোঃ হেলাল উদ্দিন (কুমিল্লা), মিজানুর রহমান (ভোলা), ফজলুল হক ফজলু (ঢাকা উত্তর), সাইফুল ইসলাম (নারায়ণগঞ্জ), আফজাল হোসেন হারুন (ময়মনসিংহ), শেখ মোঃ সরোয়ার হোসেন (ঢাকা দক্ষিণ), দ্বীন ইসলাম শেখ (ঢাকা দক্ষিণ), রাজা হোসেন রাজা (নারায়ণগঞ্জ), মুশফিকুর রহমান (খুলনা), এমদাদুল হক রুমন (চাঁদপুর), আলতাফ হোসেন (সিলেট) ও ওয়ার্সিউর রহমান দোলন (রাজশাহী)Ñ কে যুগ্ম আহ্বায়ক পদে নিয়োগ প্রদান করেছেন। আগামী ২১ দিনের মধ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে। ছয় মাসের মধ্যে জেলা/মহানগর, উপজেলা/থানা এবং পৌরসভা সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন করার শর্তে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
×