ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে মুজিববর্ষে স্বপ্নের নীড় পাচ্ছেন সাবেক সাংসদসহ গৃহহীন, ভুমিহীন ২শত পরিবার

প্রকাশিত: ১৭:০৬, ১৮ জানুয়ারি ২০২১

গফরগাঁওয়ে মুজিববর্ষে স্বপ্নের নীড় পাচ্ছেন সাবেক সাংসদসহ গৃহহীন, ভুমিহীন ২শত পরিবার

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও থেকে ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ও শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিটি গৃহহীন মানুষকে ঘর তৈরী করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের অধীনে বিভিন্ন কর্মসূচীর আওতায় গৃহহীন পরিবারকে ঘর তৈরী করে দেওয়ার কার্যক্রম চলছে তোরজোরে । বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসাবে মযমনসিংহের গফরগাঁওয়ে সাবেক ২ বারের সংসদ সদস্য সহ ভ’মিহীন গৃহহীন ২শত পরিবার ঘর পাচ্ছেন। জানাযায়, ২০২০ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করে ছিলেন, মজিব বর্ষে দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা। সরকার সব ভ’মিহীন, গৃহহীন মানুষকে ঘর তৈরী করে দিবে। এরই অংশ হিসাবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে সরকার মুজিব বর্ষ হিসাবে ঘোষনা করে। পরবর্তীতে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, চরআলগী পাঁচবাগ, সালটিয়া, গফরগাঁও ইউনিয়ন সহ প্রায় ১৫টি ইউনিয়নেরি ২শত ভ’মিহীন, গৃহহীন অসহায় দরদ্রিকে ঘর তৈরী করে দিচ্ছে সরকার । বরাদ্ধ প্রাপ্ত গৃহহীন ও ভ’মিহীনদের তালিকাও তৈরী করা হয়েছে। সাবেক ২ বারের সংসদ এনামুল হক জজ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার অনেক কিছুই ছিল আমি ২ বারের এমপি ছিলাম আজ আমি নিস্ব পথের ভিখারী, গফরগাঁওয়ের এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে ঘর দিচ্ছে তাতে আমি আল্লাহর কাছে দুহাত তোলে শেখ হাসিনার জন্য দোয়া করি। আল্লাহ উনাকে দীর্ঘায়ু করুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, গফরগাঁওয়ে প্রতিটি গৃহহীন ভ’মিহীন পরিবারের জন্য ২শংতাশ খাস জমি বরাদ্ধ দিয়ে ঘর তৈরী করে দেওয়া হচ্ছে যেখানে বাথরুম গোসলখানা বারান্দা সহ ২কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের নির্মান কাজ ব্যয় হচ্ছে ১লক্ষ ৭১ হাজার টাকা। আশা করছি আগামী ২৩ শে জানুয়ারী সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পরপরই স্বপ্নের নীড়ের ঘর গুলো গৃহহীন ও ভ’মিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
×