ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

সাইফের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি রহমতগঞ্জের

প্রকাশিত: ০০:২৮, ১৭ জানুয়ারি ২০২১

সাইফের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি রহমতগঞ্জের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের দুই রানার্সআপ দল। একদিকে ২০২১ আসরের রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ২০২০ আসরের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রাতে অনুষ্ঠিত দারুণ জমজমাট-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে কেউ জেতেনি, কেউ হারেওনি। ড্র হয়েছে ১-১ গোলে। ম্যাচ শেষে আক্ষেপ করেছে পুরনো ঢাকার রহমতগঞ্জ। কেননা পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও জিততে পারত তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা একটি পেনাল্টি মিস করে ফেলে। তারপরও নিজেদের চেয়ে শক্তির নিরিখে এগিয়ে থাকা প্রতিপক্ষের পয়েন্ট কেড়ে নেয়াটাও বড় প্রাপ্তি সৈয়দ গোলাম জিলানীর শিষ্যদের। বেঁচে যায় পল পুটের শিষ্যরা। গত মৌসুমের পরিত্যক্ত লীগে রহমতগঞ্জকে অবশ্য ১-০ গোলে হারিয়েছিল সাইফ। ম্যাচের ১৮ মিনিটে গোলের সন্ধান পায় সাইফ। ডি-বক্সের বা প্রান্ত থেকে সাইফের নাইজিরিয়ান মিডফিল্ডার জন ওকালির ডান পায়ের বুলেট গতির শটটি রহমতগঞ্জের ডিফেন্ডার খলিল ভুঁইয়ার গায়ে লেগে দিক পরিবর্তিত হয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে তার মাথার ওপর দিয়ে বল আশ্রয় নেয় (১-০)। ৪০ মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। প্রতিপক্ষের বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে বল নিয়ে একজনকে কাটিয়ে ডান পায়ের উড়ন্ত কৌণিক শটে গোল করেন রহমতগঞ্জের আইভরি কোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি (১-১)। সাইফ গোলরক্ষক পাপ্পু হোসেন ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ৫৭ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সাইফের অধিনায়ক-ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি নিজেদের বক্সে ফাউল করে ফেলে দেন রহমতগঞ্জের ক্রিস্ট রেমিকে। রেফারি আনিসুর রহমান সাগর পেনাল্টির বাঁশি বাজান। রেমির ডান পায়ের শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান গোলরক্ষক পাপ্পু হোসেন। ফিরতে বলে দৌড়ে এসে শট নেন রহমতগঞ্জের ফরোয়ার্ড সাজেদুর রহমান। সেই শটটি গোললাইন থেকে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সাইফের গোলরক্ষক পাপ্পু। বাকি সময়ে আর কোন গোল হয়নি। ফলে খেলা শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
×