ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২৩ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২২:৫৮, ১৬ জানুয়ারি ২০২১

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২৩ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও এলাকা থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২৩ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ তাসলিমা সুলতানা (৩০), সায়মা ইসলাম (২৪), মৌসুমী আক্তার (২৮),সাইফুল ইসলাম (৩০), রাকিব হোসেন (২০), সুমনা খাতুন (১৯), সোহেল ফরাজি (২৯), শামীমা আক্তার (২৮), মোঃ কামরুজ্জামান (৩৩), মশিউর রহমান (২৭), মোঃ সোহাগ (১৯), মোঃ রুবেল (২৮), মমতাজ নায়রী (৪৪), শাহীনূর আক্তার (২৭), আব্দুল হামিদ (৩৮), আব্দুল জব্বার (৩৬), গাজিউর রহমান (২২), আব্দুস সালাম (৩৬), মাহামুদা খাতুন (৩০), মাসুম কবির (২৯), ফরিদ ইমরান (২৬), এনামুল হক (২৭) ও মাহমুদা খাতুন (৩০)। এ সময় ৫০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৪ এর উপঅধিনায়ক মেজর কামরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকটি ভুয়া কোম্পানি চাকরি দেয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদে র‌্যাব-৪ এর বিশেষ দল বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত শাহ আলী, পল্লবী, কাফরুল এবং তেজগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে ৫০ ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ২৩ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে শাহ আলী থানার ‘লাইফ গার্ড সিকিউরিটি এ্যান্ড সাপ্লাই লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০০টি জীবন বৃত্তান্তের ফর্ম, ১৫টি চাকরির আবেদন ফর্মের বই, চারটি রেজিস্টার, চারটি সিল মোহর, সাতটি মোবাইল, ২০০টি ভিজিটিং কার্ড এবং নগদ ৫ হাজার টাকাসহ পাঁচ প্রতারক- তাসলিমা, সায়মা, মৌসুমী, সাইফুল, রাকিবকে গ্রেফতার করা হয়। এদিকে অভিযানে পল্লবী এলাকার একটি আইটি প্রতিষ্ঠান থেকে ৫০টি টাকা প্রাপ্তির রশিদ, ৩০০টি ভর্তি ফর্ম, ৬৫টি অঙ্গীকারনামা, ৭০টি চাকরির নিয়োগ ফর্ম, ২০০টি কমিশন ভাউচার, সাতটি রেজিস্টার, একটি প্যাড এবং চারটি মানি রিসিটসহ সুমনা, সোহেল ফরাজি, শামীমা আক্তার নামে তিন প্রতারককে গ্রেফতার করা হয়। অপরদিকে কাফরুলের শাহ আলী প্লাজায় ‘ডিজিট-৪ সিকিউরিটি এ্যান্ড লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড’ নামের ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব-৪ এর আরেকটি দল। এ সময় সেখান থেকে ১০টি প্রচারপত্র, পাঁচটি আইডি কার্ড, ১০টি মনোগ্রাম এবং ৪০টি ভর্তি ফর্মসহ মোঃ কামরুজ্জামান, মশিউর, মোঃ সোহাগ, রুবেল, মমতাজ নায়রী ও শাহীনূর আক্তার নামে ছয় প্রতারককে গ্রেফতার করা হয়। এদিকে তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ‘বিজবন্ড আইটি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১৫টি টাকা প্রাপ্তির রসিদ, ১টি ভর্তি ফর্মের বই, ৫টি চুক্তিপত্র, ১টি সিল, ৫০টি ভিজিটিং কার্ড, ৪৫টি আইডি কার্ড, ১৫টি জীবন বৃত্তান্ত এবং ১৫টি কমিশন ভাউচারসহ আব্দুল হামিদ, আব্দুল জব্বার, গাজিউর রহমান, আব্দুস সালাম, মাহামুদা খাতুন, মাসুম কবির, ফরিদ ইমরান, এনামুল হক ও মাহমুদা খাতুন নামে ৯ প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-৪ এর উপঅধিনায়ক মেজর কামরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছে।
×