ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে এমপির বিরুদ্ধে মানহানি মামলা খারিজ

প্রকাশিত: ২১:২৮, ৩১ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জে এমপির বিরুদ্ধে মানহানি মামলা খারিজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির যগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে একই আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ কায়সার হাসনাতের দায়ে করা ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মানহানির মামলার আবেদন করা হলে বিকেলেই আবেদনটি খারিজ করে দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত। মামলার আবেদন খারিজ করার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে বাদী হয়ে ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন। বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ও ঘর পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩০ ডিসেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালিয়াখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে ৬টি বসতঘর, লাকড়ির মিল ও অটোরিক্সার গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। জানা যায়, সফিউল আলম তালুকদারের লাকড়ির মিলের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের আরও ছয়টি বসতঘরে ছড়িয়ে পড়ে। সংঘটিত এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছেÑ আজুরুপ মিয়া, আব্দুল কাদের, ফরিদ আহমদ, রশিদ আহমদ, ছাবের আহমদ, সাহাব উদ্দিনের বসতবাড়িসহ সফিউল আলম তালুকদারের মালিকানাধীন লাকড়ির মিল ও অটোরিক্স গ্যারেজ পুড়ে যায়।
×