ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাতে শ্রমিক নিহত

প্রকাশিত: ২১:২১, ৩০ ডিসেম্বর ২০২০

ছুরিকাঘাতে শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৯ ডিসেম্বর ॥ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরব দুর্জয় মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এহসানুল হক (২৮) নামে এক কয়লা শ্রমিক নিহত হয়েছে। নিহত এহসানুলের বাড়ি সুনামগঞ্জের বিশ্বনাথপুর এলাকায়। সে ভৈরব ফেরিঘাট এলাকায় কয়লা শ্রমিক। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাতে ৪-৫ ছিনতাইকারী বাসস্ট্যান্ড এলাকায় এহসানুল ও তার চাচা আজিজুলকে আটক করে তাদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেয়ায় ছিনতাইকারীরা এহসানুলের বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনার্স পরীক্ষা আবারও পিছিয়েছে স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থানীয় নির্বাচনের কারণে আবারও একদিন পিছিয়েছে। কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া ওই পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে আরম্ভ হওয়ার সূচী প্রকাশ করা হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরীক্ষাসমূহ ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ) থেকে জানা যাবে। মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
×