ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রিপেইড মিটার সংযোজন শুরু

প্রকাশিত: ২২:২৩, ২০ ডিসেম্বর ২০২০

প্রিপেইড মিটার সংযোজন শুরু

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছর ৩৯ লাখ প্রিপেইড মিটার সংযোজনের লক্ষ্য নিয়ে দেশেই স্মার্ট প্রিপেইড মিটারের সংযোজন শুরু করল বাংলাদেশ পাওয়ার ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইএমসি)। কিন্তু সরকার বলছে শুধু সংযোজন নয় সরকার চাইছে একটি পূর্ণাঙ্গ উৎপাদন কারখানা। শুধু প্রিপেইড মিটার নয় বিদ্যুতের বিতরণ পর্যায়ের সব যন্ত্রাংশ সেখানে উৎপাদন করা সম্ভব। বিদ্যুত জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, মন্ত্রিসভায় বিপিএমসি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এটা শুধু মিটার বানাবে না। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ বানাবে। আমরা ইতোমধ্যে সরকারীভাবে দুটি সংযোজন কারখানা স্থাপন করেছি। আমরা কখনও মানের সঙ্গে আপোস করব না। এছাড়া আমরা মনে করি প্রতিযোগিতামূলক দরে মিটার ক্রয়ের ব্যবস্থা রাখছি। তিনি অনুষ্ঠানে সেনজেন স্টারকে আরও বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন শুধু মিটার সংযোজন করলেই হবে না। আমরা চাই একটি পূর্ণাঙ্গ কারখানা। এতে দেশে দক্ষ জনবল সৃষ্টি হবে। তিনি বলেন, যেখানে যেখানে মিটার লাগানো হবে সেখানের সঙ্গে অবশ্যই একটি যোগাযোগ থাকতে হবে। যাতে মানুষের কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গেই তা ঠিক করে দিতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোম্পানি আরপিসিএল এবং চীনের সেনজেন স্টার কোম্পানি যৌথভাবে স্মার্ট প্রিপেইড মিটারের কারখানা স্থাপন করেছে। কোম্পানিতে আরপিসিএল এর ৫১ ভাগ এবং সেনজেন স্টারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। সব প্রক্রিয়া শেষে গত ১০ ডিসেম্বর থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। শনিবার বিপিইএমসির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় ফ্যাক্টরিটি বছরে এক শিফটে ১৩ লাখ মিটার সংযোজন করা সম্ভব। তবে তিন শিফটে কাজ হলে বছরে ৩৯ লাখ মিটার উৎপাদন করা সম্ভব। যদিও আরইবির মোট গ্রাহক তিন কোটির কাছাকাছি। কোম্পানিটি প্রিপেইড মিটার সংযোজনের পাশাপাশি পরবর্তী সেবা প্রদান করবে। এর আগে গত জানুয়ারিতে চীনের আরেক কোম্পানির সঙ্গে যৌথভাবে দেশের বিদ্যুত বিতরণ কোম্পানি ওজোপাডিকো দেশে প্রিপেড মিটারের উৎপাদন শুরু করে। দেশের মোট গ্রাহক তিন কোটির উপরে। তবে এই দুই ফ্যাক্টরির সংযোজন ক্ষমতার বাইরেও দেশে অন্য গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার আমদানিই করতে হবে। বিশেষ অতিথি বিদ্যুত সচিব হাবিবুর রহমান বলেন, বিদ্যুত খাতে আমরা যে গতিশীল কার্মকা- চালিয়ে যাচ্ছি। এজন্যই প্রিপেইড মিটার সংযোজন করা হচ্ছে। এতে করে বিদ্যুতের সিস্টেম লস কমে আসবে। প্রিপেইড মিটারের মান, দর এবং গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান।
×