ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বেগমপাড়ায় পাচার অর্থ ফেরত আনার বিষয়ে এ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক

প্রকাশিত: ২৩:০৮, ১৫ ডিসেম্বর ২০২০

বেগমপাড়ায় পাচার অর্থ ফেরত আনার বিষয়ে এ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ কানাডার ‘বেগমপাড়া’সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-সে বিষয়ে হাইকোর্টের নির্দেশনার আলোকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (এ্যাটর্নি জেনারেল) সঙ্গে বৈঠক করেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। অন্যদিকে সাত দিনের মধ্যে চট্টগ্রামের সকল অবৈধ ইটভাঁটি বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছেÑসে বিষয়ে হাইকোর্টের নির্দেশনার আলোকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (এ্যাটর্নি জেনারেল) সঙ্গে বৈঠক করেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। সোমবার সন্ধ্যায় এ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, এর আগে বিদেশে অর্থ পাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছিল হাইকোর্ট। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেয়া হয়। আমরা সোমবার তাদের সঙ্গে বসেছিলাম।
×