ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইরানে সাংবাদিকের ফাঁসি

প্রকাশিত: ২১:২৫, ১৩ ডিসেম্বর ২০২০

ইরানে সাংবাদিকের ফাঁসি

ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শরিবার ভোরে এ মৃত্যুদণ্ড কার্যকর হয়। ৪৭ বছর বয়সী রুহুল্লাহ জাম ইরানের বাইরে বেশ কিছুদিন নির্বাসিত জীবন-যাপন করেন। খবর বিবিসি অনলাইনের। অনলাইনে তার বেশ কিছু লেখায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ ২০১৭ সালে বিক্ষোভে অংশ নেয়। সে সময় দেশের অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত জুনে রুহুল্লাহ জামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ইরানের আদালত। তার বিরুদ্ধে সে সময় ‘করাপশন অন আর্থ’ অভিযোগ আনা হয়। সাধারণত গুপ্তচরবৃত্তি বা সরকার উৎখাতের চেষ্টায় যুক্ত থাকায় লোকজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়। চলতি সপ্তাহের শুরুতে ইরানের সুপ্রীমকোর্ট তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
×