ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আড়াই বছর পর ব্যক্তিগত দ্বৈরথে মেসিকে হারালেন রোনাল্ডো, ম্যানইউকে বিদায় করে শেষ ষোলোতে লাইপজিগ

বার্সিলোনাকে বিধ্বস্ত করে গ্রুপসেরা জুভেন্টাস

প্রকাশিত: ২৩:৪১, ১০ ডিসেম্বর ২০২০

বার্সিলোনাকে বিধ্বস্ত করে গ্রুপসেরা জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ গোটা দুনিয়ার দৃষ্টি ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত দ্বৈরথে। আড়াই বছর পর এ দুই মহাতারকা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। আকাক্সিক্ষত এই লড়াইয়ে জোড়া গোল করে বাজিমাত করেছেন পর্তুগাল অধিনায়ক রোনাল্ডো। সিআর সেভেনের দুই পেনাল্টি গোলে ভর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক বার্সিলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সফরকারী জুভেন্টাস। মঙ্গলবার রাতে ন্যুক্যাম্পে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভদের হয়ে অপর গোলটি করেন আমেরিকান মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি। এই জয়ে তুরিনে প্রথম লেগে ২-০ গোলে হারের মধুর প্রতিশোধ নেয়াসহ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। বার্সা ও জুভেন্টাস দু’দলের ভাণ্ডারেই জমা পড়েছে সমান ১৫ পয়েন্ট করে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গেছে তুরিনের ওল্ডলেডিরা। ২০১৮ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনাল্ডো নাম লেখান ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে। এরপর এই ম্যাচটির আগে এ দুই তারকার লড়াই দেখেনি বিশ্ব। ইউরোপ সেরার মঞ্চে গত ২৮ অক্টোবর দেখা হতে পারত দু’জনের। কিন্তু সেবার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় খেলতে পারেননি রোনাল্ডো। অবশেষে পরশু রাতে আড়াই বছর পর দেখা হলো মেসি ও রোনাল্ডোর। স্প্যানিশ লা লিগায় নবাগত কাদিজের কাছে ২-১ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লীগে খেলতে নামে বার্সা। ওই হারের ম্যাচ থেকে চারটি পরিবর্তন করে দল সাজান কাতালান কোচ রোনাল্ড কোম্যান। ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুটাও মোটেই ভাল হয়নি বার্সার। ১৩ মিনিটেই রোনাল্ডো গোল করে জুভদের এগিয়ে দেন। ডি বক্সে রোনাল্ড আরায়ুজোর চ্যালেঞ্জে পেনাল্টি আদায় করে নেন পর্তুগীজ সুপারস্টার। বার্সা গোলরক্ষক মার্ক টার-স্টেগানকে বোকা বানিয়ে স্পট কিকে প্রথম গোল করেন রোনাল্ডো। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আন্দ্রে পিরলোর দলকে। জুয়ান কুয়াড্রাডোর ক্রসে ২০ মিনিটে ওয়েস্টন ম্যাককেনি দুর্দান্ত ভলিতে স্বাগতিকদের জাল কাঁপান। দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা। বিশেষ করে অধিনায়ক মেসি বেশ ক্ষিপ্রতার সঙ্গে খেলতে থাকেন। কিন্তু তার সব প্রচেষ্টা নস্যাৎ করে দেন জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। বিরতির পর ৫২ মিনিটে ক্লেমেন্ট ল্যাঙ্গেলেটের হ্যান্ডবলের কারণে আরেকটি পেনাল্টি পায় সফরকারীরা। এবারও দারুণ দক্ষতায় গোল করেন রোনাল্ডো। তিন গোল হজম করার পর বার্সার ম্যাচে ফেরার স্বপ্ন আর পূরণ হয়নি। ম্যাচের শেষের দিকে জুভেন্টাসের হয়ে লিওনার্দো বোনুচ্চি চার নম্বর গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচশেষে জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি বলেন, রোনাল্ডোর মতো একজন খেলোয়াড় দলে থাকলে তখন অনেক কিছুই সহজ হয়ে যায়। বিশেষ করে এ ধরনের ম্যাচে জয় অনেকটাই নিশ্চিত মনে হয়। সিরি’এ ডার্বিতেও আমরা এভাবেই জয় পেয়েছিলাম। পরবর্তী ম্যাচগুলোতেও আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে ঘরের মাঠে এটাই প্রথম হার বার্সিলোনার। স্বাভাবিকভাবেই হতাশ দলটির ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। ফরাসী ফরোয়ার্ড বলেন, আমরা মোটেই ভাল খেলতে পারিনি। সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। অন্যদিক ‘এইচ’ গ্রুপে সহজ সমীকরণে খেলতে নেমেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। শেষ ষোলোর আশা টিকিয়ে রাখতে হলে রেড ডেভিলসদের গ্রুপের শেষ ম্যাচে আরবি লাইপজিগের বিরুদ্ধে অন্তত ড্র করতে হতো। কিন্তু পরশু রাতে জার্মান ক্লাবের মাঠে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছে সফরকারী ম্যানইউ। যে কারণে ছয় ম্যাচ শেষে পিএসজির সমান ৯ পয়েন্ট নিয়ে হেড-টু-হেডে পিছিয়ে থেকে বিদায় ঘটেছে ম্যানইউর। আর তাই পিএসজির ম্যাচটি পরিত্যক্ত হলেও লাভ হয়নি ইংলিশ জায়ান্টদের। আর ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে লাইপজিগ। রেড বুল এ্যারেনাতে ম্যাচের শুরুতে দুই গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানইউ। দ্বিতীয় মিনিটেই গোল করেন জোশে এ্যাঞ্জেলিনো। ১৩ মিনিটে লাইপজিগের হয়ে দ্বিতীয় গোল করেন আমাডু হাইডারা। বিরতির পর ৬৯ মিনিটে তিন নম্বর গোল করেন জাস্টিন ক্লুইভার্ট। তিন গোল হজমের পর ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন ম্যানইউর হয়ে। দুই মিনিট পর ইব্রাহিমা কোনাটের আত্মঘাতী গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে কোচ ওলে গানার সোলসজায়েরের দল। ম্যাচশেষে উচ্ছ্বসিত লাইপজিগ কোচ জুলিয়ান নেগলেসমান বলেন, ছেলেরা দারুণ লড়াই করেছে। শেষ মিনিট পর্যন্ত ম্যাচটি কঠিন ছিল। এই জয়ে ছেলেদের নিয়ে আমি গর্বিত।
×