ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য ও মূর্তি নিয়ে বিতর্কের অবসান করতে হবে রাজনৈতিকভাবে ॥ ধর্মপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:০১, ৬ ডিসেম্বর ২০২০

ভাস্কর্য ও মূর্তি নিয়ে বিতর্কের অবসান করতে হবে রাজনৈতিকভাবে ॥ ধর্মপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, ভাস্কর্য ও মূর্তি নিয়ে চলমান বিতর্কের অবসান এখন রাজনৈতিকভাবেই করতে হবে। এ জন্য আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। আমরা আশা করছি খুব শীঘ্রই তা নিরসন করা যাবে । প্রতিমন্ত্রী গতকাল শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় জণগণের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমি আমার দায়িত্ব থেকে বিদায়কালে আজকের ন্যায় খুশি দেখতে চাই। সে জন্য আমি আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। কারণ প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করে ইসলামপুরবাসী তথা জামালপুরবাসীকে সম্মানিত করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো প্রধানমন্ত্রীকে সম্মানিত করা। আর সেটা সম্ভব হবে আবারও নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আপনারা বার বার নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে আজকে আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমি যথাযথভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আপনাদের ঋণ পরিশোধ করতে চাই। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আবদুল লতিফ সরকার এর সভাপতিত্বে এবং এ্যাডভোকেট মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ মির্জা আজম এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, আলহাজ আবুল কালাম আজাদ এমপি, বেগম হোসনে আরা এমপি, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ্যাডভোকেট মোঃ জামাল আব্দুস নাসের বাবুল, ইসলামপুর পৌর সভার চেয়ারম্যান আব্দুল কাদের শেখ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি জিএসএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-আমিন চান, মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রামুখ । এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় জণগণের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমি আমার দায়িত্ব থেকে বিদায়কালে আজকের ন্যায় খুশি দেখতে চাই। সে জন্য আমি আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। কারণ প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করে ইসলামপুরবাসী তথা জামালপুরবাসীকে সম্মানিত করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো প্রধানমন্ত্রীকে সম্মানিত করা। আর সেটা সম্ভব হবে আবারও নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আপনারা বার বার নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে আজকে আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমি যথাযথভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আপনাদের ঋণ পরিশোধ করতে চাই।
×