ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উলিপুর হাতিয়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশিত: ১৮:০৮, ৫ ডিসেম্বর ২০২০

উলিপুর হাতিয়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার নুরে-এ-জান্নাত রুমি, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শরীয়তুল্লাহ, বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য জয়নাল আবেদীন, মাও. আব্দুস সালাম। প্রকল্পের মনিটরিং অফিসার আহাদ্দুজামাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব হারুন-অর-রশিদ সরকার, প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, নুর ইসলাম, জেসি ইয়াসমীন, আমিনুর ইসলাম, নুর জাহান বেগম, মাইদুল ইসলাম মঞ্জুরুল হক, আলিফা, মনিরা বেগম, পারুল রানী, জীবন চন্দ্র প্রমুখ। এসময় বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে হাতিয়া ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।
×