ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কারাগারে আটক ভারতের ‘মৃত’ রামদেব

প্রকাশিত: ২৩:২১, ২৭ নভেম্বর ২০২০

বাংলাদেশের কারাগারে আটক ভারতের ‘মৃত’ রামদেব

শংকর কুমার দে ॥ বাংলাদেশের কারাগারে আটক আছে ভারতের ‘মৃত’ ব্যক্তি। এই ব্যক্তির নাম রামদেব মাহাতো। ভারতের বিহারের পশ্চিম চম্পারন জেলায় তার বাড়ি। তার বয়স প্রায় ষাট বছর। শেষকৃত্য অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছিল পরিবার। ওই সময়েই তার পরিবার খবর পান রামদেব মারা যায়নি। তিনি জীবিত। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলে আছেন রামদেব মাহাতো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রামদেব মাহাতো নামের ওই ব্যক্তি ২০১৭ সালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে গত তিন বছরে আর বাড়ি ফেরেননি। এলাকাবাসী ধারণা করছিলেন, তিনি হয়তো মারা গেছেন। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় রেডক্রস সোসাইটির সদস্যরা তার পরিবারকে জানান, রামদেব বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলে আছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তারা খবরটি পেয়েছেন বলে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছ থকে খবর পান ভারতের বিহার রাজ্যের বেত্তিয়াহ রেডক্রস সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খোঁজ নিয়ে জানতে পারে, রামদেব মাহাতো জীবিত এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলে আটক আছে। এরপর এই খবরটি ভারতের বিহার রাজ্যের বেত্তিয়াহ রেডক্রস সোসাইটিকে জানায়। এরপরই রামদেবের বেঁচে থাকার খবরাটি পান তার পরিবার। ভারতের বিহারের পশ্চিম চম্পারন জেলার ৬০ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশের জেলে আছেন বলে দাবি করেছে দেশটির বেত্তিয়াহ রেডক্রস সোসাইটি- এই মর্মে খবরের ভিত্তিতে প্রতিবেদন দিয়েছে হিন্দুস্তান টাইমস। এই সংবাদ মাধ্যমটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তারা খবরটি পেয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলে আটক রামদেব পরিবারের উদ্দেশে রেডক্রসকে বলেছেন, ‘আশা করি তোমরা সবাই ভাল আছো। আমি বাংলাদেশের জেলে আটকা। মুক্তি পেতে কিছু কাগজপত্র দরকার।’ এই খবর ছড়িয়ে পড়ার পর রামদেবের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তার ৩০ বছর বয়সী ছেলে সুনীল মাহাতো হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা আশার বিরুদ্ধে এতদিন অপেক্ষা করেছি। বাবার শেষকৃত্য করার জন্য এলাকাবাসী চাপ দিচ্ছিল। কিন্তু আমরা মিরাকলের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সেই মিরাকলটিই ধরা দিয়েছে।’ রামদেব মাহাতো শিবপূজার সময় ২০১৭ সালের ৩০ জুলাই বাড়ি থেকে বের হন। ওই সময় থেকে আর খোঁজ মেলেনি। রেডক্রসের সেক্রেটারি ড. জগমোহন কুমার বলেছেন, ‘২০১৮ সালের ৩০ নবেম্বর থেকে রামদেব বাংলাদেশের কারাগারে আছেন। রেডক্রসের ফ্যামিলি নিউজ সার্ভিসের মাধ্যমে তার খোঁজ পাওয়া গেছে। এই সংস্থাটি পরিবার থেকে বিচ্ছিন্ন বন্দীদের পাশে দাঁড়ায়।’ জগমোহন জানিয়েছেন, পরিবার থেকে কিছু কাগজপত্র পাঠালে রামদেব মুক্তি পাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা বলেছেন, ভারতের ৬৩ জেলে প্রায় ৩ মাস বাংলাদেশের কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে বাগেরহাট জেলা কারাগারে বন্দী জীবন কাটানো শেষে আদালতের নির্দেশে প্রায় সাড়ে তিন মাস পরে স্বদেশে ফিরে গেছেন ৬৩ ভারতীয় জেলে।
×