ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২১:২৮, ১২ নভেম্বর ২০২০

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নুরজাহান নামের এক নারীকে আটক করেছে। নিহত রোকেয়া বেগম দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুস সালাম, তার দুই ছেলে সবুজ ও ইমরোজ, ভাই জামাত আলী এবং ভাইপো ইমাদুল ইসলাম তুচ্ছ ঘটনায় রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদ, ছেলে শফিকুল ইসলাম (২৭) ও পুত্রবধূ আরিফা খাতুনকে (১৯) পিটিয়ে জখম করে। নওগাঁয় দুই দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ নবেম্বর ॥ নওগাঁ শহরের বালুডাঙ্গা ব্যাসস্টান্ডে শাহ আলম টায়ার পেস্টিং দোকান, বিসমিল্লাহ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট ও বিসমিল্লাহ কনফেকশনারিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শাহ আলম টায়ার পেস্টিং দোকানের স্বত্বাধিকারী শাহ আলম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০টায় দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে চকবিরাম বাড়ি চলে যান। বাড়ি পৌঁছার কয়েক মিনিট পরেও বাসস্ট্যান্ডের এক বাসের সুপারভাইজার ফোন করে বলে তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৩ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
×