ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাবনায় আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারী চাল

প্রকাশিত: ২১:৪৬, ১০ নভেম্বর ২০২০

পাবনায় আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারী চাল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ নবেম্বর ॥ সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নির্ধারিত গোডাউন না রেখে নিজের ব্যক্তিগত গোডাউনে মজুদ করেছেন বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। লিখিত আবেদন ছাড়াই অসৎ উদ্দেশ্যে সরকারী ৪৯৭ বস্তা চাল তার ব্যক্তিগত গোডাউনে রাখার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান ও উপজেলা খাদ্য কর্মকর্তা শিরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পেয়েছেন। এ চাল দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল। জানা গেছে, উপজেলার চাকলা ইউনিয়নের বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার। উপজেলা কর্তৃক নির্ধারিত স্থান হিসেবে সরকারী চাল রাখার কথা চাকলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুশিয়ারা বাজারের ছোলাইমান আলীর ঘরে। কিন্তু নির্ধারিত স্থান পরিবর্তন করে অসৎ উদ্দেশ্যে বাগজান ৮ নং ওয়ার্ডের মোতালেব চৌকিদারের বাড়ি সংলগ্ন নিজের ব্যক্তিগত গোডাউনে ৪৯৭ বস্তা চাল মজুদ করেন মাসুদ রানা। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন বা অনুমতি নেননি। এ ব্যাপারে ডিলার মাসুদ রানা জানান, স্থান পরির্বতনের জন্য উপজেলা খাদ্য অধিদফতর বরাবর আবেদন করেছি। বিষয়টি অফিসের অবহেলায় এখনও অনুমোদন পায়নি। অনুমোদন না পেয়ে চাল রাখার স্থান পরিবর্তন করতে পারেন কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান জানান, অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। ভালুকায় ৩২ বস্তা নিজস্ব সংবাদদাতা ভালুকা থেকে জানান, ময়মনসিংহের ভালুকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় খাদ্যবান্ধব কর্মসূচীর ৩২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার আঙ্গারগাড়া উত্তর বাজার এলাকা থেকে একটি টেম্পুতে থাকা ১৮ বস্তা ও একটি পরিত্যক্ত ঘর থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। জানা গেছে, ঘটনার রাতে স্থানীয় লোকজন উপজেলার আঙ্গারগাড়া উত্তর বাজার এলাকায় একটি টেম্পুতে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাল দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানান। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেম্পুতে থাকা ১৮ বস্তা চাল ও বাজারের আব্দুর রাজ্জাকের পরিত্যক্ত একটি ঘর থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভালুকা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ফরহাদ জানান, গত ৫ নবেম্বর চাঁনপুর বাজারের ডিলার আনোয়ার হোসেন আনু খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৭৪ বস্তায় ১৭ টন ২২০ কেজি চাল উত্তোলন করে নিয়ে যান। সোমবার থেকে চালগুলো ১০ টাকা কেজি দরে বিক্রির কথা ছিল।
×