ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রূপচাঁদা রেস্তরাঁকে জরিমানা

প্রকাশিত: ২৩:৩৬, ৫ নভেম্বর ২০২০

রূপচাঁদা রেস্তরাঁকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে তেজগাঁওয়ের রূপচাঁদা রেস্তরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম অভিযান চালিয়ে এই জরিমানা করেন। ঢাকা মহানগরীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে অবস্থিত রূপচাঁদা রেস্তরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্রিজে এবং রান্নাঘরে খাবার সংরক্ষণে চরম অব্যবস্থাপনা দেখা যায়। এই সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
×