ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খুলনার পয়ঃনিষ্কাশন প্রকল্পে এডিবির সঙ্গে ঋণ চুক্তি

প্রকাশিত: ২৩:৩২, ৫ নভেম্বর ২০২০

খুলনার পয়ঃনিষ্কাশন প্রকল্পে এডিবির সঙ্গে ঋণ চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ খুলনায় আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরির প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৬ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার। যা স্থানীয় টাকার অঙ্কে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। বুধবার সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তিতে সই করেন। এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এডিবির বহির্সম্পর্ক বিভাগের টিম লিডার গোবিন্দ বার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে দ্রুত নগরায়নের মধ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রকল্পটি সহায়তা করবে। অধুনা প্রযুক্তির পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী পাম্প ও যন্ত্রপাতি এবং স্বল্পমাত্রার কার্বন ফুটপ্রিন্টসহ ক্ষয়রোধী পাইপ ব্যবহারের মাধ্যমে এটি যুগোপযোগী পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি করা হবে। কেন্দ্রীয় এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে খুলনা মহানগরীর ৮ লাখ ৮০ হাজার বাসিন্দা উপকৃত হবে। এরমধ্যে ২৬৯ কিলোমিটার পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক, আটটি পাম্পিং স্টেশন, দুটি বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং ২৭ হাজার পয়ঃনিষ্কাশন সংযোগ অন্তর্ভুক্ত থাকবে। যেসব এলাকায় পয়ঃনিষ্কাশন সংযোগ স্থাপন সম্ভব না হবে, অন্তর্ভুক্তিমূলক পয়ঃনিষ্কাশন সেবা দিতে প্রকল্পের অংশ হিসেবে সেসব এলাকায় মলমূত্রসহ তরল মানববর্জ্য পরিশোধনের জন্য একটি প্লান্ট বসানো হবে। নগরের লবণচরা, আড়ংঘাটা ও দৌলতপুর এলাকায় তিনটি ট্রিটমেন্ট প্লান্ট ও ১৩টি পাম্প স্টেশন নির্মাণ করা হবে। তিনটি শোধনাগারের (ট্রিটমেন্ট প্লান্ট) মাধ্যমে পরিশোধিত পানি ফেলা হবে নদীতে আর বর্জ্য ব্যবহার হবে নিচু জমি ভরাট ও সার তৈরির কাজে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা হবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত আধুনিক শহর, এ লক্ষ্যেই প্রকল্পে ঋণ দিচ্ছে এডিবি। এর আগে এডিবির অর্থায়নে আরেক প্রকল্প নেয়া হয়েছিল, যাতে খুলনার ৮ লাখ ৭৫ হাজার মানুষের জন্য পানির উৎস ভূ-গর্ভস্থ থেকে সরিয়ে ভূ-উপরিভাগে নিয়ে সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হয়। নতুন প্রকল্পের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুতি ও ব্যবস্থাপনা এবং নর্দমা মাশুল নীতি প্রবর্তনসহ নর্দমা ব্যবস্থাপনা সেবায় খুলনা ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার হবে।
×