ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক অপহরণ ও নির্যাতনকারীদের বিচার দাবি

প্রকাশিত: ২৩:২৭, ৪ নভেম্বর ২০২০

সাংবাদিক অপহরণ ও নির্যাতনকারীদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অপহৃত সাংবাদিক গোলাম সরওয়ারকে যখন চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে উদ্ধার করা হয়, তখন তিনি ছিলেন বিধ্বস্ত ও প্রায় বিবস্ত্র। তার চোখে মুখে ছিল আতঙ্ক। উদ্ধারকারীদের ভেবেছিলেন নির্যাতনকারী। প্রলাপ বকছিলেন, ‘আমাকে মারবেন না। আমি আর নিউজ করব না।’ এতেই পরিষ্কার যে, তার কোন রিপোর্ট প্রভাবশালী কোন ব্যক্তি বা মহলের বিরুদ্ধে গেছে বলেই এমন নির্যাতন। উদ্ধারে স্বস্তি মিললেও পেছনের সেই প্রভাবশালীর অনুসন্ধান হবে কি না সে প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। অপহরণ ও নির্যাতনের নেপথ্যের মহল যত শক্তিশালী হোক না কেন, চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এবং অনলাইন পোর্টাল সিটিনিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরওয়ার নিখোঁজ হন গত ২৯ অক্টোবর। সকালে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। ওই রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জোবায়ের সিদ্দিকী। পাশাপাশি গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে আন্দোলনে নামেন চট্টগ্রামের সাংবাদিকরা। অবশেষে রবিবার সন্ধ্যার পর সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি খালের পাড়ে আহত অবস্থায় পাওয়া যায় সরওয়ারকে। একটি মাইক্রোবাস থেকে তাকে সেখানে ফেলে দেয়া হয়। গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে দেখতে পান। স্থানীয় লোকজন ধরাধরি করে সেখান থেকে প্রথমে একটি দোকানে ও পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয়রা যখন তাকে খাল পাড় থেকে তুলে আনছিলেন তখন তিনি বলেই চলেছেন ‘আমাকে মারবেন না, আমি আর নিউজ করব না’। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাংবাদিক গোলাম সরওয়ারকে কারা অপহরণ করতে পারে তা উদঘাটিত হবে কি না এ প্রশ্ন বড় হয়ে উঠেছে। কেননা, তারা বেশ প্রভাবশালী বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হবে। প্রতিটি অভিযোগই অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হবে। প্রভাবশালী কার বিরুদ্ধে রিপোর্ট করে তার এমন পরিণতি হতে পারে সে অনুসন্ধান চলছে। একজন সংবাদ কর্মী হিসেবে তিনি অনেক রিপোর্টই করেছেন। তবে এরমধ্যে অক্টোবরের শেষদিকে করা দুটি রিপোর্ট আলোচনায় এসেছে। ইতোমধ্যে গত ২৪ অক্টোবর তার অনলাইন পোর্টাল সিটিনিউজ বিডি ডটকমে একটি রিপোর্ট করেন যাতে এক মন্ত্রীর ভাইয়ের প্রসঙ্গ আসে। রিপোর্টে উল্লেখ করা হয়, সীমানা প্রাচীর দিয়ে মন্ত্রীর ভাই ক্ষমতার প্রভাব খাটিয়ে এক ব্যবসায়ীর জায়গা দখলের চেষ্টা করছেন। এরপর ২৮ অক্টোবর তিনি আরেকটি রিপোর্ট করেন খুলশী অভিজাত এলাকায় ক্যাসিনো ব্যবসা নিয়ে। শিল্পপতি ও রাজনৈতিক নেতা ছেলের প্রভাবে খুলশীকেন্দ্রিক ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণে কিছু বিষয় উঠে আসে সে রিপোর্টে।
×